নিবন্ধন ফি- যৌথমূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর


নিবন্ধন ফি

 

প্রাইভেট কোম্পানি (কোম্পানি আইন, ১৯৯৪ অনুযায়ী)

স্ট্যাম্প ফি:

১। মেমোরেন্ডাম অব এসোসিয়েশন এর জন্য : ১০০০ টাকা।

২। আর্টিকেল অব এসোসিয়েশনের জন্য :

অনুমোদিত মূলধন (টাকা) ফি(টাকা)
২০,০০,০০০ পর্যন্ত ৩,০০০
২০,০০,০০০ এর অধিক থেকে ৬,০০,০০,০০০ পর্যন্ত ৮,০০০
৬,০০,০০,০০০ এর অধিক  ২০,০০০

 

নিবন্ধন ফি:

১। ৬ টি ডকুমেন্ট ফাইল করার জন্য (৫টি ফর্ম এবং ১টি মেমোরেন্ডাম ও আর্টিকেল অব এসোসিয়েশনের)- ৬ × প্রতি ডকুমেন্ট ৪০০ টাকা= ২৪০০ টাকা।

২। অনুমোদিত শেয়ার মূল্ধনের জন্য :

অনুমোদিত মূলধন (টাকা) ফি (টাকা)
২০,০০০ পর্যন্ত শূন্য
২০,০০০ এর অধিক থেকে ৫০,০০০ পর্যন্ত প্রতি ১০,০০০ বা এর অংশের জন্য অতিরিক্ত শূন্য
৫০,০০০ এর অধিক থেকে ১০,০০,০০০ পর্যন্ত প্রতি ১০০০০ বা এর অংশের জন্য অতিরিক্ত শূন্য
১০,০০,০০০ এর অধিক থেকে ৫০,০০,০০০ পর্যন্ত প্রতি ১,০০,০০০ বা এর অংশের জন্য অতিরিক্ত ৫০
৫০,০০,০০০ এর অধিক প্রতি ১,০০,০০০ বা এর অংশের জন্য অতিরিক্ত ৮০

 

৩। ডিজিটাল সার্টিফিকেট সরবরাহ ফি  = শূন্য ।

 

 

 

পাবলিক কোম্পানি (কোম্পানি আইন, ১৯৯৪ অনুযায়ী)

স্ট্যাম্প ফি :

১। মেমোরেন্ডাম অব এসোসিয়েশন সংযোজন= ১০০০ টাকা।

২। আর্টিকেল অব এসোসিইয়েশন সংযোজন : 

অনুমোদিত মূলধন (টাকা)  ফি (টাকা)
২০,০০,০০০ পর্যন্ত ৪,০০০
২০,০০,০০০ থেকে ৬,০০,০০,০০০ পর্যন্ত ৮,০০০
৬,০০,০০,০০০ এর অধিক ২০,০০০

 

নিবন্ধন ফি :

১। ৮ বা ৯টি ডকুমেন্ট ফাইল করার জন্য (৭ বা ৮টি ফর্ম এবং ১টি মেমোরেন্ডাম ও আর্টিকেল অব এসোসিয়েশন)- প্রতি ডকুমেন্ট ৪০০ টাকা করে মোট ৩২০০ বা ৩৬০০ টাকা।

২। অনুমোদিত মূলধনের জন্য :

অনুমোদিত মূলধন (টাকা) ফি (টাকা)
২০,০০০ পর্যন্ত শূন্য
২০,০০০ এর অধিক থেকে ৫০,০০০ পর্যন্ত প্রতি ১০,০০০ বা এর অংশের জন্য অতিরিক্ত শূন্য
৫০,০০০ এর অধিক থেকে ১০,০০,০০০ পর্যন্ত প্রতি ১০,০০০ বা এর অংশের জন্য অতিরিক্ত  শূন্য
১০,০০,০০০ এর অধিক থেকে ৫০,০০,০০০ পর্যন্ত প্রতি ১,০০,০০০ বা এর অংশের জন্য অতিরিক্ত ৫০
৫০,০০০০০ এর অধিক প্রতি ১,০০,০০০ বা এর অংশের জন্য অতিরিক্ত  ৮০

 

৩। ডিজিটাল সার্টিফিকেট সরবরাহ ফি  = শূন্য

 

More Read নিবন্ধন ফি- যৌথমূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর 

 

বিদেশি কোম্পানি (কোম্পানি আইন, ১৯৯৪ অনুযায়ী)

১। ৬ টি ডকুমেন্ট ফাইল করার জন্য (১টি মেমোরেন্ডাম ও আর্টিকেল অব এসোসিয়েশন ৪০০ টাকা এবং অন্যন্য ৫টি ডকুমেন্ট ৪০০ টাকা করে)= ২৪০০ টাকা।

২। মেমোরেন্ডাম অব এসোসিয়েশন ও আর্টিকেল অব এসোসিয়েশনের জন্য = ২০০০ টাকা।

 

 

 

ট্রেড অর্গানাইজেশন (কোম্পানি আইন, ১৯৯৪ অনুযায়ী)

স্ট্যাম্প ফি :

১। মেমোরেন্ডাম অব এসোসিয়েশন সংযোজন : ১০০০ টাকা।

২। আর্টিকেল অব এসোসিয়েশন সংযোজন: ২০০০ টাকা। 

 

বিঃদ্রঃ মেমোরেন্ডাম অব এসোসিয়েশন, আর্টিকেল অব এসোসিয়েশন ও পরিচালকবৃন্দের তালিকার অনুলিপি সরবরাহ বাবদ আরো ১৫০ টাকা প্রযোজ্য হবে।

 

নিবন্ধন ফি :

১। ৬টি ডকুমেন্ট ফাইল করার জন্য (৫টি ফরম প্রতিটি ২০০ টাকা করে এবং ১টি মেমোরেন্ডাম ও আর্টিকেল অব এসোসিয়েশন ৬০০ টাকা)= ১৬০০ টাকা।

২। সংস্থার সদস্য সংখ্যার জন্য :

২০ জন পর্যন্ত ১০০০ টাকা
২০ থেকে ১০০ জন পর্যন্ত ২৫০০ টাকা
১০০ জনের অধিক প্রতি ১০০ জন বা এর এর অংশের জন্য ৩০০ টাকা
অসীম সংখ্যক সদস্য ৭৫০০ টাকা

 

৩। ডিজিটাল সার্টিফিকেট সরবরাহ ফি  = শূন্য

 

 

সমিতি (সোসাইটি) (সোসাইটি নিবন্ধন আইন, ১৮৬০ অনুযায়ী)

১। নিবন্ধন ফি : ১০,০০০ টাকা।

২। নিবন্ধন ফাইলিং ফি : ৪০০ টাকা।

৩। ডিজিটাল সার্টিফিকেট সরবরাহ ফি  = ১০০০ টাকা।

 

পার্টনারশিপ ফার্ম (পার্টনারশিপ আইন, ১৯৩২ অনুযায়ী)

১। নিবন্ধন ফি : ১০০০ টাকা।

২। নিবন্ধন ফাইলিং ফি : ৪০০ টাকা।

৩। ডিজিটাল সার্টিফিকেট সরবরাহ ফি  = শূন্য

 

কোম্পানি বিষয়ক যে কোন প্রয়োজনে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন সরাসরি চলে আসতে পারেন এই ঠিকানায়; Joy & Associates, 28, Kawran Bazar, Taz Mansion (3rd Floor) Room- 401, Dhaka – 1215 আমাদের ই-মেইল করুন: miltankumarmondal95@gmail.com এ বা প্রয়োজনে ফোন করুন: 01311654887,01611304690 নম্বরে। ধন্যবাদ।

 Source of: যৌথমূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর (আরজে এসসি)

কোম্পানিগঠনতন্ত্রনমুনা, সুন্দরকিছুকোম্পানিরনাম, জয়েন্টস্টককোম্পানিনামেরলিস্ট, প্রাইভেটলিমিটেডকোম্পানিরসুবিধা, বাংলাদেশেকোম্পানিখোলারনিয়ম, মেমোরেন্ডামঅবএসোসিয়েশনএরনমুনাবাংলা, ফাউন্ডেশনরেজিস্ট্রেশনফি ,প্রতিষ্ঠানেরছাড়পত্র,

 

 

 

Comments

Popular posts from this blog

নামের ছাড়পত্র- যৌথমূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর (আরজে এসসি)

রিটার্ন ফাইলিংয়ের জন্য ফি- যৌথমূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর (আরজে এসসি)

প্রত্যায়িত অনুলিপি (সার্টিফাইড কপি) প্রদান- যৌথমূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর (আরজে এসসি)