রিটার্ন ফাইলিংয়ের জন্য ফি- যৌথমূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর (আরজে এসসি)
রিটার্ন ফাইলিংয়ের জন্য ফি
প্রাইভেট ও পাবলিক কোম্পানি (কোম্পানি আইন, ১৯৯৪ অনুযায়ী)
ক) রিটার্ন ফাইলিং
- নির্ধারিত সময়ের মধ্যে কোনো ডকুমেন্ট ফাইলিং করতে ডকুমেন্ট ২০০ টাকা।
- ৩ বছর পর্যন্ত বিলম্বের ক্ষেত্রে প্রতিবছর বা উহার অংশবিশেষের জন্য ফিস ৫০০ টাকা।
- ৩ বছরের ঊর্ধ্বের ক্ষেত্রে প্রতি বছরের জন্য ফিস ৭০০ টাকা।
খ) বন্ধক, ঋণস্বীকারপত্র ও চার্জসমূহ-
জামানতের পরিমাণ (টাকা) | ফি (টাকা) |
---|---|
৫,০০,০০০ পর্যন্ত | ২৫০ |
৫,০০,০০০ এর অধিক থেকে ৫০,০০,০০০ পর্যন্ত প্রতি ৫,০০,০০০ বার তার অংশের জন্য অতিরিক্ত | ২০০ |
৫০,০০,০০০ এর অধিক প্রতি ৫,০০,০০০ বা তার অংশের জন্য অতিরিক্ত | ১০০ |
গ) বন্ধক ও চার্জের নিবন্ধন বহি পরিদর্শনের ফি = ২০০ টাকা।
ঘ) রিসিভার নিয়োগ নিবন্ধনের ফি = ৪০০ টাকা।
বিদেশি
কোম্পানি
ক) রিটার্ন ফাইলিং
- নির্ধারিত সময়ের মধ্যে কোনো ডকুমেন্ট ফাইলিং করতে ডকুমেন্ট ৪০০ টাকা।
- বিলম্ব ফি নির্ধারিত সময়ের পর থেকে প্রতিদিন ২ টাকা করে (প্রতি ডকুমেন্টে ১০০০ টাকার বেশি না)।
খ) বন্ধক, ঋণস্বীকারপত্র ও চার্জসমূহ-
জামানতের পরিমাণ (টাকা) | ফি (টাকা) |
---|---|
৫,০০,০০০ পর্যন্ত | ৩০০ |
৫,০০,০০০ এর অধিক থেকে ৫০,০০,০০০ পর্যন্ত প্রতি ৫,০০,০০০ বার তার অংশের জন্য অতিরিক্ত | ২০০ |
৫০,০০,০০০ এর অধিক প্রতি ৫,০০,০০০ বা তার অংশের জন্য অতিরিক্ত | ১০০ |
গ) বন্ধক ও চার্জের নিবন্ধন বহি পরিদর্শনের ফি = ২০০ টাকা।
ঘ) রিসিভার নিয়োগ নিবন্ধনের ফি = ৪০০ টাকা।
ট্রেড অর্গানাইজেশন (কোম্পানি আইন, ১৯৯৪ অনুযায়ী)
ক) রিটার্ন ফাইলিং
- নির্ধারিত সময়ের মধ্যে কোনো ডকুমেন্ট ফাইলিং করতে ডকুমেন্ট ২০০ টাকা।
- ৩ বছর পর্যন্ত বিলম্বের ক্ষেত্রে প্রতিবছর বা উহার অংশবিশেষের জন্য ফিস ৫০০ টাকা।
- ৩ বছরের ঊর্ধ্বের ক্ষেত্রে প্রতি বছরের জন্য ফিস ৭০০ টাকা।
খ) বন্ধক, ঋণস্বীকারপত্র ও চার্জসমূহ-
জামানতের পরিমাণ (টাকা) | ফি (টাকা) |
---|---|
৫,০০,০০০ পর্যন্ত | ৩০০ |
৫,০০,০০০ এর অধিক থেকে ৫০,০০,০০০ পর্যন্ত প্রতি ৫,০০,০০০ বার তার অংশের জন্য অতিরিক্ত | ২০০ |
৫০,০০,০০০ এর অধিক প্রতি ৫,০০,০০০ বা তার অংশের জন্য অতিরিক্ত | ১০০ |
সমিতি (সোসাইটি)
- কোনো ডকুমেন্ট ফাইলিং করতে ডকুমেন্ট প্রতি ৪০০ টাকা।
পার্টনারশিপ ফার্ম
- ফরম II, V বা VI ফাইল করতে প্রতিটির জন্য ৪০০ টাকা করে।
কোম্পানি বিষয়ক যে কোন প্রয়োজনে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন। সরাসরি চলে আসতে পারেন এই ঠিকানায়; "Joy & Associates" 28, Kawran Bazar, Taz Mansion (3rd Floor) Room- 401, Dhaka – 1215 আমাদের ই-মেইল করুন: miltankumarmondal95@gmail.com এ বা প্রয়োজনে ফোন করুন: 01311654887,01611304690 নম্বরে। ধন্যবাদ।
Source of: যৌথমূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর (আরজে এসসি)
#কোম্পানিগঠনতন্ত্রনমুনা, # সুন্দরকিছুকোম্পানিরনাম, #জয়েন্টস্টককোম্পানিনামেরলিস্ট, #প্রাইভেটলিমিটেডকোম্পানিরসুবিধা, #বাংলাদেশেকোম্পানিখোলারনিয়ম, #মেমোরেন্ডামঅবএসোসিয়েশনএরনমুনাবাংলা, #ফাউন্ডেশনরেজিস্ট্রেশনফি ,#রতিষ্ঠানেরছাড়পত্র,
Comments
Post a Comment