রিটার্ন ফাইলিংয়ের জন্য ফি- যৌথমূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর (আরজে এসসি)
রিটার্ন ফাইলিংয়ের জন্য ফি প্রাইভেট ও পাবলিক কোম্পানি (কোম্পানি আইন, ১৯৯৪ অনুযায়ী) ক) রিটার্ন ফাইলিং নির্ধারিত সময়ের মধ্যে কোনো ডকুমেন্ট ফাইলিং করতে ডকুমেন্ট ২০০ টাকা। ৩ বছর পর্যন্ত বিলম্বের ক্ষেত্রে প্রতিবছর বা উহার অংশবিশেষের জন্য ফিস ৫০০ টাকা। ৩ বছরের ঊর্ধ্বের ক্ষেত্রে প্রতি বছরের জন্য ফিস ৭০০ টাকা। খ) বন্ধক, ঋণস্বীকারপত্র ও চার্জসমূহ- জামানতের পরিমাণ (টাকা) ফি (টাকা) ৫,০০,০০০ পর্যন্ত ২৫০ ৫,০০,০০০ এর অধিক থেকে ৫০,০০,০০০ পর্যন্ত প্রতি ৫,০০,০০০ বার তার অংশের জন্য অতিরিক্ত ২০০ ৫০,০০,০০০ এর অধিক প্রতি ৫,০০,০০০ বা তার অংশের জন্য অতিরিক্ত ১০০ গ) বন্ধক ও চার্জের নিবন্ধন বহি পরিদর্শনের ফি = ২০০ টাকা। ঘ) রিসিভার নিয়োগ নিবন্ধনের ফি = ৪০০ টাকা। বিদেশি কোম্পানি ক) রিটার্ন ফাইলিং নির্ধারিত সময়ের মধ্যে কোনো ডকুমেন্ট ফাইলিং করতে ডকুমেন্ট ৪০০ টাকা। বিলম্ব ফি নির্ধারিত সময়ের পর থেকে প্রতিদিন ২ টাকা করে (প্রতি ডকুমেন্টে ১০০০ টাকার বেশি না)। খ) বন্ধক, ঋণস্বীকারপত্র ও চার্জসমূহ- জামানতের পরিমাণ (টাকা) ফি (টাকা) ৫,০০,০০০ ...